টিউন টি শুধুমাত্র তাদের জন্য যারা দিনের অধিকাংশ সময় Android Device ব্যাবহার করেন ।আপনারা যারা অনেক রাত জেগে Android Device ব্যাবহার করেন তারা লক্ষ করে দেখবেন যে অনেক সময় মোবাইল ফোন এর আলো আপনার
কাছে খুব বিরক্তিকর লাগে ।
আলো একদম কমিয়ে দেবার পরও মনে হয় আলো বেশী ।
অনেক সময় মোবাইল ব্যাবহার করার পর ঘুম আসতে অনেক সময় লাগে ।
সমাধানঃ আগে নিচের দেয়া নামের সপ্টওয়ারটা ডাউনলোড
করে নিন প্লে স্টোর থেকে।
Twilight

Install করে open করুন ।
*****PREVIEW তে যান ।
এরপর অ্যাপ টা OFF করে মোবাইল এর NOTIFICATION এ যান ।
**TWILIGHT এ যান
***INTENSITY OPTION টা আপনার মোবাইল SCREEN এর ওপর লাল আলোর স্তর সৃষ্টি করবে ।
যা ঘুম এর সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে।
***SCREEN DIM OPTION টা দিয়ে SCREEN এর আলো আপনার মোবাইল BRIGHTNESS SETTINGS এর চেয়েও কম করতে পারবেন সব সময়ের জন্য ।।
***এরপর ALWAYS দিন । এছাড়াও APP টার আরও সুবিধা আছে ।চালাতে গেলেই বুঝবেন ।
সবাইকে ধন্যবাদ,সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আরও সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারি। BdMoU.xYz এর সাথেই থাকবেন। খোদা হাফেজ।