
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাভিত্তিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ইনফোআর্মারের চিফ ইন্টেলিজেন্স অফিসার অ্যান্ডরু কমরোভ এ তথ্য জানিয়েছে, ইয়াহুর হ্যাক হওয়া গ্রাহক তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে। ডার্ক ওয়েব হলো শুধু সার্ভার ও ক্লায়েন্টদের ভেতর চালু এনক্রিপটেড অনলাইন নেটওয়ার্ক। ইয়াহুর ই-মেইল সিস্টেমে ২০১৩ সালের আগস্টের কাছাকাছি কোনো একসময় অনুপ্রবেশ করে হ্যাকাররা। ওই সময় রেকর্ড ১০০ কোটি ইয়াহু গ্রাহকের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর ও পাসওয়ার্ড-সঙবলিত তথ্য চুরি হয়। এ ছাড়া নিরাপত্তা প্রশ্ন ও ব্যাকআপ ই-মেইল অ্যাড্রেস-সংক্রান্ত তথ্যও চুরি করে হ্যাকাররা। এরপর তিন বছর পেরিয়ে… Continue reading