About 2 weeks ago 14 Views

Verified User
*
Md. Redowan Islam
আমি টিপসরেইন.কম এর একজন নতুন সদস্য।আমার ইচ্ছা হলো এই টিপসরেইন.কমকে একটি বড় ট্রিক সেন্টারে পরিনত করা।আর আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন।সময় পেলে আমার ছোট সাইটটিতে ঘুরে আসুন। http://redowan.wapkiz.mobi/index.html
Home » Education Guideline » ***বন্ধুরা একটি শিক্ষনীয় পোষ্ট শুধুমাত্র আপনার জন্যই,,,বিস্তারিত পোষ্টে,,,

“আসসালামু আলাইকুম”

শিক্ষণীয় পোস্ট
———
একদা একটি গাধা লবণের
বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল।
লবণের বোঝা গাধার
পিঠের সাথে শক্ত করে
বাঁধা ছিল। বোঝাটি ছিল
অত্যন্ত ভারী। গাধা বোঝা
নিয়ে যাবার সময় একটা নদী
দেখতে পেল। সে নদীর
তীরে গিয়ে পানি খেতে
চাইল। পানি খেতে গিয়ে
সে নদীতে পড়ে গেল।
পানির সংস্পর্শে এসে
লবণের বোঝাগুলে
একেবারে পানি হয়ে গেল।
উঠে দাঁড়িয়ে গাধা দেখল
বোঝা একদম হালকা হয়ে
গেছে। সে তো মহাখুশী।
ভাবল বিরাট এক আবিষ্কার
করে ফেলেছে সে। নদী পার
হতে গিয়ে পানিতে বসে
পড়লেই যে বোঝা হালকা
হয়ে যায়— এ কথা তার আগে
জানা ছিল না।
কিছুদিন পরের ঘটনা। সেই
গাধাটির পিঠেই তুলার
বোঝা। ক্লান্ত গাধা নদী
দেখেই খুশি হয়ে উঠল।
চালাকি করে নদী পার হতে
গিয়ে সে হোঁচট খাওয়ার
ভান করে পানিতে বসে
পড়ল। কিন্তু একি? উঠে
দাঁড়াতে পারছে না কেন
সে? শুকনো বোঝা তো এমন
ভারী ছিল না? ক্রমে
মাথাটিও আর উঁচু করে
রাখতে না পেরে পানিতে
ডুবে মরে গেল গাধা।
গাধা আসলে জানত না
লবণের বোঝা পানিতে
ভিজে হালকা হয়ে যায় লবণ
গলে যাওয়ার কারণে। অথচ
তুলার বোঝা ভিজে হয়ে
যায় আরো ভারী!
শিক্ষা:
——
আমরা মানুষেরাও
ক্ষেত্রবিশেষে ঐ গাধার
মতো ভুল করি। কখনো
অহংকার কিংবা কখনো
লোভের বশবর্তী হয়ে এমন
কাজ করতে যাই যার কোনো
বাস্তব ভিত্তি নেই। যে
বিষয়ে আপনার কোনো
জ্ঞান/অভিজ্ঞতা নেই, সে
বিষয়ের উপর ঝুঁকি নিবেন
না। ঝুঁকি নিতে হলে সেই
বিষয়েই নিন, যেটা সম্বন্ধে
আপনার কিছুটা হলেও জ্ঞান
আছে। মাঝে মাঝে বুদ্ধির
অহংকারে চালাকি করতে
গিয়ে ভাগ্য এমন বিড়ম্বনা
ঘটায় যা মানুষ স্বপ্নেও
ভাবতে পারে না ।

Leave a Reply

Related Posts

***২৫ টি বিভ্রান্তিকর সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর,,,

Posted By: - 5 days ago - No Comments

"আসসালামু আলাইকুম" হ্যালো টিপসরেইন.কম এর বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন?আশা করি অনেক ভালো আছেন।আজ কিছু বেতিক্রমী প্রশ্ন উত্তর সম্পর্কে জানবো,,,...
*** ১১৬ টি ইংরেজি শব্দের বানান মনে রাখার কৌশল,,,,

Posted By: - 5 days ago - No Comments

"আসসালামু আলাইকুম" আপনারা সকলে কেমন আছেন?আশা করি অনেক ভালো আছেন।আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি বিষয়ের বানান মনে রাখার...
***গণিতর কিছু প্রাথমিক ধারণা নিন,,,

Posted By: - 5 days ago - No Comments

"আসসালামু আলাইকুম" হ্যালো টিপসরেইন.কম এর বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন?আশা করি অনেক ভালো আছেন।আজ গণিত বিষয়ের প্রাথমিক কিছু জ্ঞান অর্জন...
***সাধারণ জ্ঞান (general Knowledge) [part-7]

Posted By: - 5 days ago - No Comments

"আসসালামু আলাইকুম" প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন?আশা করি অনেক ভালো আছেন।আজ আমি প্রশ্ন উত্তর নিয়ে পার্ট-৭ এ হাজির হয়েছি।তাহলে...
***সাধারণ জ্ঞান (general Knowledge) [part-6]

Posted By: - 5 days ago - No Comments

"আসসালামু আলাইকুম" হ্যালো বন্ধুরা,সকলে কেমন আছেন?আশা করি অনেক ভালো আছেন।যারা আমার সাধারন জ্ঞান বিষয়ক আগের পর্ব গুলো দেখেন নি তারা...