About 4 months ago | 50 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
মাটি দূষেণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বজ্যের পরিমাণ বেড়ে যাওয়া । মাটি দূষণের জন্য দায়ী বিভিন্ন কঠিন ও রাসায়নিক বর্জ্য । এসব বর্জ্য যেখান সেখানে ফেলার কারণে পরিবেশ নানাভাবে বাধাগ্রস্থ হয় । মাটিতে ফেলে দেওয়া কাচ,অ্যালুমিনিয়াম,পলিথিন ইত্যাদি সহজে মেশে না । ফলে মাটি তার উর্বরতা হারায় । অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে সময় লাগে একশ বছর । কাচের লাগে দুইশ বছর এবং পলিথিনের লাগে প্রায় সাড়ে চারশ বছর । তাই এগুলো আমাদের নর্দমা,জলাশয়কে ভরাট করে এবং জলাবদ্ধতার সৃষ্টি করে । পরবর্তীতে এগুলোর পুকুর , নদী , সাগল এসব স্থানে ও স্থানান্তরিত হয় । ফলে এসব পরিবেশে জীবের বেঁচে থাকা হুমকির সম্মুখীন হতে হয় । কৃষি জমিতে যে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয় তা যেমন মাটির সকল জীবের জন্য বিপদজনক তেমনি এসব ও রাসায়নিক দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয় ।
Related Posts

Posted By: Redowan - 2 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments