About 4 months ago | 71 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি । এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নিভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা প্রদান সম্ভব । এ ধরনের ব্যাংকিং পদ্ধতি সনাতন, কায়িক শ্রমনির্ভর, সীমিত সেবাসম্বলিত, মন্থর, কাগজ ও নথির জমাকৃত স্তূপের সেকেলে ব্যাংকিং পদ্ধতির অবসান ঘটিয়েছে ।
ইলেকট্রনিক ব্যাংকিং বিশারদ এইচ.লিপিস এর মতে, ইলেকট্রনিক ব্যাংকিং হলো এমন যেখানে ইলেকট্রনিক পন্থায় অর্থ স্থানান্তর করা হয় এবং এরূপ স্থানান্তর সংক্রান্ত তথ্যাবলি একই পদ্ধতিতে লিখে রাখা হয়। তিনি আরও বলেছেন, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা হলো সার্বিক ব্যাংকিং ডেলিভারি সেবা ব্যবস্থায় উন্নততর পদ্ধতি ।
ইলেকট্রনিক ব্যাংকের সেবা সুবিধাসমূহ হলো
১.স্বয়ংক্রীয় গণনা যন্ত্র ।
২.ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ।
৩.অনলাইন ব্যাংকিং ।
৪.হোম ব্যাংকিং ।
৫.বিক্রয় বিন্দু সেবা ।
৬.স্বয়ংক্রীয় নিকাশঘর সেবা।
৭.আন্ত:ব্যাংক নিকাশঘর পরিশোধ পদ্ধতি ইত্যাদি।
ইলেকট্রনিক ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যধুনিক তড়িৎবাহী পদ্ধতি যেখানে কম্পিউটার প্রযুক্তির নির্ভুলভাবে ব্যবহার করা যেতে পারে।
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments