About 4 months ago | 69 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
বাংলাদেশের সবচেয়ে বড়ো মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন Csr এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মিলে সমাজের মানুষদের কাজ করে চলেছে । জন সচেতনতা সৃষ্টি, সরকারের টীকাদান কর্মসূচিতে সহায়তা দান,চোখে চিকিৎসা প্রদান,টেলি চর্ম চিকিৎসা সহায়তা প্রদান, নিরাপদ মার্তৃত্ব ও শিশু যত্ন সেবা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ সেবা, অনলাইন স্কুল সেবা,শিখ্খা বৃত্তি, খেলাধুলা সহায়তা দান, নন ফরমাল প্রাথমিক স্কুল কাম ঘূর্ণঝড় আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা ইত্যাদি সমাজ সেবামুলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি Crs এ এগিয়ে । ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বস্বাস্থা সংস্থার সাথে মিশে শিশুদের পোলিও খাওয়ানো ও টিকাদান কর্মসূচিতে কাজ করে যাচ্ছে । ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ২৪ টি চখু শিবির( Eye Camp ) করে ৩৬,৩২৭ জনকে ফ্রি চিকিৎসা এবং ৪,৭৪৩ জনকে ফ্রি সানি অপারেশনে সহযোগিতা করেছে । গ্রামের চর্মরোগীদের টেলি চিকিৎসার ব্যবস্থা প্রতিষ্ঠানটির আরেকটি জনসেবা কার্যক্রম । ২০১২ সালে ১৫০০ এর বেশি রোগী এ পদ্ধতিতে বিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা লাভ করেছেন । এছাড়া অনেক মাতৃত্ব সেবা সহযোগীতা প্রদান করেছেন ।
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments