About 4 months ago | 55 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
১.তাকবির তাহরিমা বলার সময় পুরুষের কানের লতি ও নারীদের কাঁধ পর্যন্ত দুই হাত উঠানো।২.তাকবির বলার সময় দুই হাতের আঙ্গুলগুলো খুলে রাখা এবং কিবলামুখী করে রাখা।৩.নিয়ত করার পর ডান হাত বাম হাতের উপর রাখা।৪.তাকবির তাহরিমা বলার সময় মাথা অবনত না করা।৫.ইমামের জন্য জোরে তাকবির বলা।৬.সানা পড়া।
৭.আউযু বিল্লাহ পড়া।৮.প্রত্যেক রাকাআতে সূরা ফাতিহা পূর্বে মনে বিসমিল্লাহ পড়া।৯.ফরয নামাযের তৃতীয়,চতুর্থ রাকাআতে শুধু সূরা ফাতিহা পড়া।১০.ফাতিহার পর আমিন বলা।১১.সানা,অউযুবিল্লহ,আমিন আস্তে বলা।১২.একরুকন থেকে অন্য রুকনে যাওয়ার সময় তাকবির বলা।১৩.রুকু এবং সিজদায় তাসবিহ পড়া।
১৪.রুকুতে মাথা ও কোমর সোজা রাখা এবং দুই হাতের আঙ্গুল দিয়ে উভয় হাঁটু ধরা।১৫. রুকু থেকে উঠে দাড়ানো অবস্থায় ইমামের সামি আল্লাহু লিমান হামিদাহ ও মুক্তাদির রাব্বানা লাকাম হামদ বলা।১৬.সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু,পরে দুই হাত,পরে নাক এবং শেষে কপাল মাটিতে রাখা।১৭.বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা ডান পা খাড়া রাখা।১৮.তাশাহহুদে লাইলাহা এর লা উচ্চারণর সময় শাহাদাত আঙ্গুল উঠানো।১৯.শেষ বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়া।২০.দুরুদের পর দোয়া মাসুরা পড়া।
২১.প্রথমে ডানে পরে বামে সালাম ফিরানো।
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments