About 4 months ago | 64 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
অংশীদারি ব্যবসায় একটি পাচীন ও সহজে প্রকৃতির ব্যবসায় সংগঠন । এর গঠনেও তেমন কোনো আইন গত জটিলতা নেই । চুক্তি সম্পাদনের যোগ্যতাসম্পন্ন সর্বোনিম্ন দুই জন ব্যাক্তি মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বণ্টেনের নিমিত্তে চুক্তবদ্ধ হয়ে এরূপ ব্যবসায় গঠন করতে পারে । এরূপ চুক্তি লিখিত হওয়ার কোনো আবশ্যকতা নেই । মৌখিক চুক্তিই এর ব্যাপারে যথেষ্ট বিবেচিত হয় । তবে ভবিষৎ বিবাদ বিসংবাদ এড়ানোর জন্য এরূপ চুক্তি লিখিত এবং আরো অধিক সতর্কতার জন্য লিখিত ও নিবন্ধিত হতে পারে । অবশ্য মৌখিক চুক্তির ভিত্তিত গঠিত অংশীদারি ব্যবসায় ইচ্ছা করলে পরে তাদের চুক্তি লিখে ও প্রয়োজনে নিবন্ধন করে চুক্তির আইনগত বৈধতা বৃদ্ধি করতে পারে । দেশের আইন অনুযায়ী এরূপ ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয় । বাঃলাদেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনের অধীনে এরূপ ব্যবসায় পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স গ্রহণ আবশ্যক । অবশ্য ব্যবসায় গঠনের পরেও ট্রেড লাইসেন্স করা যায় । অংশীদার গ্রহণে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত । ব্যাক্তির সততা, আর্থিক সামর্থ্য, ব্যবসায় জ্ঞান ইত্যাদি দেখে অংশীদার গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায় । তবে এ ব্যবসায়ের উদ্দশ্য অবশ্যই বৈধ হওয়ায আবশ্যক ।
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments