About 4 months ago | 68 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপসাধন বলে । ১৯৩২ সালের আইনের ৪ ধারাই বলা হয়েছে যে, সকলের দ্বারা সকলের পখে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি বা অংশীদারের সম্পর্ক বলে । এই সম্পর্ক কোনো কারণে বিলুপ্ত হলেই অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটেছে বলা হয় । অর্থ্যাৎ ব্যবসায় বিক্রয় করে দিয়ে যে যার মতো টাকা পয়সা নিয়ে চলে যাবে বিলোপ বলতে তা বুঝানো হয়নি ।
বাংলাদেশে বহাল ১৯৩২ সালের অংশীদারি আইনের ৩৯ ধারায় বলা হয়েছে যে, সকল অংশীদারের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিল্পুপ্তিকে অংশীদারি প্রতিষ্ঠানের বিলোপ সাধন বলে । অথ্যাৎ চুক্তির ফলে অংশীদারদের মধ্যে যে চুক্তবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তা ভেঙ্গে গেলেই তা অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলে ধরা হয় ।
অংশীদারি সম্পর্ক বিলুপ্ত হলেই ব্যবসায় বন্ধ হয়ে যাবে এমন নাও হতে পারে । নতুন সম্পর্ক গঠন ও তার ভিত্তিত ব্যবসায় চলতে থাকলে তাকে অংশীদারি ব্যবসায়ের পুনর্গঠন বলে। অংশীদারি ব্যবসা বিলুপ্ত বলতে সব সময় অংশীদারি প্রতিষ্ঠানের কাজকর্মের অবলুপ্তিকে বুঝায় না ।
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments