About 2 months ago | 63 Views |
NR Naim ![]() ![]() ![]() |
আমি খুবই সাধারণ একজন মানুষ। প্রযুক্তি কে জানার জন্য টিপস রেইন এ জুড়ে আছি।আপনি ও প্রযুক্তির এই যুগে সবকিছু জানতে ও জানাতে আমাদের সাথে থাকুন
|
||
|
আসসালামুআলাইকুমঅনেকে এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিভাবে হবে তা নিয়ে খুব চিন্তায় আছেন।এর মদ্ধ্যে গুজব চলছে এবার নাকি পরিক্ষার মাধ্যমে ভর্তি হবে। তো বেশি কথা না বলে চলুন দেখে নিই এবার কিভাবে ভর্তি হবে
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি তথ্য
.
SSC + HSC মিলে যাদের মোট পয়েন্ট কম (৫-৬) কিন্তু অনার্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য..
যাদের পয়েন্ট কম তারা উপজেলা ভিত্তিক সরকারি কলেজ গুলোতে এপ্লাই করবে.. জেলা ভিত্তিক কলেজ গুলোতে প্রতিযোগিতা অনেক বেশি তাই অনেক ভালো রেজাল্টের দরকার হয়.. কিন্তু উপজেলা ভিত্তিক সরকারি কলেজ গুলোতে প্রতিযোগিতা তুলনামূলক একটু কম, তাই যাদের পয়েন্ট একটু কম তারা অবশ্যই উপজেলা ভিত্তিক সরকারি কলেজ গুলোতে চয়েজ দিবে.. তাহলে 99% সম্ভাবনা থাকে ভর্তি হওয়ার.. ভালো সাবজেক্টও পাওয়া যায়.. জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক সকল সরকারী কলেজ এর মানে একই..
যদি কম পয়েন্ট নিয়ে জেলা ভিত্তিক সরকারি কলেজে চান্স না পাও তখন রিলিজ স্লিপ দিয়ে দিবে, আর রিলিজ স্লিপে অন্যান্য কলেজ গুলোতে সিট অনেক কম থাকে..
.
♦ ভর্তির বিস্তারিত তথ্যঃ
.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে
.
স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে সম্ভবত ১১ মার্চ থেকে এবং ১৫ মার্চ থেকে শুরু হবে স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ক্লাস..
.
একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে..
♦ আবেদনের যোগ্যতাঃ
শিক্ষার্থী যে কোন শিক্ষা বোর্ড এর যে কোন শাখা থেকে এসএসসি/সমমান ২০১৭/২০১৮এবং এইচএসসি/সমমান ২০১৯/২০২০ সালের পরীক্ষায় ৪র্থ বিষয় সহ নূন্যতম ২ জিপিএ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে..
☞ শুধুমাত্র ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে..
.
♦ ভর্তি পদ্ধতিঃ
ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে.. প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে..
একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেওে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে…
.
i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%
.
ii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে..
.
আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে..
.
♦বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে.. ১ বারের বেশি Cancel করা যাবেনা.. কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না..
.
♦ ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
.
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷
সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷
.
উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চয়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না.. কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি.. এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে অতিসত্তর যোগাযোগ করতে হবে..
.
♦ ফলাফলঃ মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে.. ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে.. যেমনঃ-
১. ১ম মেধাতালিকা,
২. ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন..
৩. কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা..
৪. রিলিজ স্লিপ এর আবেদন এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা..
.
এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবেঃ
NUATHNRoll No
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে..
এখানে, NU= National University,
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর..
ভর্তি পরিক্ষার আবেদন ফরমে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পুর্ণ বলে প্রমানিত হলে তার আবেদন ফরম/চুড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে..
এই ভর্তি কার্যক্রমের যে ধারা/নিয়মাবলীর সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে..
.
একই শিক্ষাবর্ষের কোনপ্রার্থী দ্বৈত ভর্তি হলে তা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
সংরক্ষণ করে..
আজ এই পর্যন্ত ভালো লাগলে ট্রিকবিডির সাথেই থাকবেন
Related Posts

Posted By: Ismail123 - 1 month ago - 1 Comment

Posted By: Ibrahim - 2 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 2 months ago - No Comments

Posted By: Ibrahim - 2 months ago - No Comments