About 12 months ago | 171 Views |
SAJID AHMED ![]() ![]() |
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
|
||
|
আশা করছি সবাই মিলে ভালো আছেন । tipsrain এ থাকলে সবাই মিলে ভালো থাকবে । শিক্ষার্থী বন্ধুরা আজকে ৫ টি দরকারি অ্যাপ নিয়ে কথা বলব।
অ্যাপ গুলো আশা করি কাজে লাগবে ।
Interactive ict
এই অ্যাপ টি তৈরি হয়েছে HSC শিক্ষার্থী দের জন্য তবু সবাই ব্যবহার করতে পারেন।
আ্যপ টিতে থাকছে HSC শিক্ষার্থী দের জন্য ICT বই এর বিভিন্ন ব্লগ। এছারাও ICT পাঠ সহজ করতে বিভিন্ন সেক্টর আছে এই আ্যপে। এছাড়াও আ্যাপ টি তে HTML, CSS,C সহ বেশ কিছু প্রোগ্রাম সহজে শেখার ব্যবস্হা আছে।
Google Translate
কোন কিছু রিসার্স করার সময় বিভিন্ন ভাষার আর্টিকেল কিংবা ওয়েব সাইট আমাদের সামনে এসে পড়ে আনেক সময় যা আমাদের একটা গোলক ধাদায় ফেলে দেয়। যেমন কোন একটা ওয়েব সাইটে ঢুকলাম সেখানে চাইনিজ লেখা আছে তো সেখান কার কিছু বোঝা যাচ্ছে না আথবা অনেকে ইংরেজি ভালো ভাবে পড়তে পারে না বা পারলেও বাংলাটা সবার জন্য পড়া টা সহজ হয়।তাই Google Translate ব্যবহার করতে পারেন। এই অ্যাপ টি ব্যবহার করে যে কোন ভাষা থেকে বাংলায় Translate করতে পারবেন। এছাড়াও অ্যাপ টিতে দিন দিন Translate এর বিভিন্ন ফিচার এড করা হচ্ছে যা ব্যবহার কারির অনুবাদ করা সহজ করে তুলছে
।
Hello English
ইংরেজি হলে এমন একটি ভাষা যা জানলে সব দেশের মানুষের সাথে কথা বলা সম্ভব ; তা সেই দেশ যেই ভাষার দেশ হক না কেন। কারন তোমরা জানো। এই ইংরেজি ভাষা শেখার জন্য এই অ্যাপ। আ্যাপ টি বিভিন্ন ভাষার মানুষ ব্যবহার করতে পারে। অ্যাপ টি বাংলায়ও ব্যাবহার করা যাবে। অ্যাপ টিতে মজায় মজায় ইংরেজি শেখার ব্যবস্হা আছে। এছাড়াও এখানে গেম খেলেও ইংরেজি সেখা যাবে।
অ্যাপ টি যেকোন বয়স এর যেকোন কেউ ব্যবহার করতে পারেন।
School Planner
আমাদের মাঝে অনেকে চায় তাদের ক্লাস রুটিন টা একটু স্মার্ট হক বা মোবাইলে এমন কিছু একটা থাক যে স্কুল এর সবার সাথে ভালো ভাবে যোগাযোগ করতে পারুক। তো তাদের জন্যই হলো (স্কুল প্ল্যানারর) অ্যাপ। অ্যাপ টিতে নিজের ক্লাস এর রুটিন, বিষয় শিক্ষক এর কন্টাক নাম্বার রিমাইন্ডার ইত্যাদি স্কুল এর প্রয়জনিত কিছু সংরক্ষন করা যাবে।
Evernote
আনেকে এমন একটা খোজে যে তাদের দৈনিক কাজের লিস্ট থকবে ইচ্ছা করলে সেই কাজের নোট টা তাকে জানিযে দেবে আজ কি কি কাজ আছে।আবার অনেক সময় ক্লাসের কোন নোট ছবি আকারে সংরক্ষন করা যাবে এই আ্যাপটিতে। এছারও আ্যাপটির সুবিধা হলো এটি আপনার বিভিন্ন নোট ক্লাউডএ জমা করে রাখে যা আপনার নোট গুলো কে কখন হারাতে দিবে না।
[ডাউনলোড করতে নিচের লিংকে যান ]
1.Interactive ict : http://bit.ly/2tfSngX
2.Google Translate : http://bit.ly/2tpvZBV
3.Hello English : http://bit.ly/2tmg7A6
4.School Planner : http://bit.ly/2tpzTe3
5.Evernote : http://bit.ly/2tkFphK
Related Posts

Posted By: Redowan - 2 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments