About 1 year ago | 249 Views |
NAJIR ![]() ![]() ![]() |
আমার সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ। প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। পোস্ট করতে আগ্রহী হলে পোস্ট করবেন।
|
||
|
কেমন আছেন বন্দুরা আশাকরি ভালোই আছেন।
বন্দুরা আজ আমি দেখাব কিভাবে ফেইসবুকে আপনার প্রফাইল লিংক পরিবর্তন করে আপনার নাম সেট করবেন।
আসলে অনেকেই যানেন না ইউজার নাম কি।
আসলে কি এটা
ইউজার নাম হল এমন একটা অপশন যেমন আপনাকে কেউ প্রশ্ন করল করল ভাই আপনার ফেইসবুক এ নামকি তখন যদি আপনার নাম বলেন সে আপনার নাম দিয়ে সার্চ করল কিন্ত আপনার নামের ১০০০ হাজার আইডি এসে গেল তখন এত গুলো আইডির মধ্যে ঠিক আপনার কুন্টা সেটা বের করব মুশকিল হয়ে যাবে। আর যদি আপনি আপনার ইউজার নাম বলেন আর সে আপনার ইউজার দিয়ে সার্চ করে। তাহলে শুধু আপনার আইডিটাই আসবে। তাহলে আশাকরি বুজতে পারছেন ইউজার নাম কি।
ইউজার এমন হয়।
যেমনঃঃ https://facebook.com/username
আমার টাঃঃ https://facebook.com/najirahmed360
যেভাবে ইউজারনাম সেট করবেন।নিচের লিংকে ক্লিক করার পর ব্রাউজারে যদি আপনার একাউন্ট লগইন করা থাকে তাহলে এটা অটো রি ডাইরেক্ট করে আপনাকে সেটাপ পেজে নিয়ে যাবে। বেস আপনি শুধু আপনার ইচ্চহা অনুযায়ী একটা নাম দিন। এছাড়া বাই ডিফল্ট অনেক গুলো নাম থাকবে চাইলে সেখান থেকে বাছাই করে নিতে পারেন।
নাম অক্ষর গুলো অবশ্যই ইংরেজি এবং ছোট হাতের দিতে হবে। সাথে একটা নাম্বার ও দিতে পারেন। যেমনঃ yourname2
এমন আর যদি ব্রাউজারে আপনার আইডি লগইন না থাকে তাহলে লগইন করে নিন।
কিছু না বুজলে কমেন্ট করুন।
Related Posts

Posted By: NR Naim - 3 months ago - No Comments

Posted By: asraf - 6 months ago - 1 Comment

Posted By: MD. MEHEDI HASAN - 11 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - 2 Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - 1 Comment