About 11 months ago | 228 Views |
SAJID AHMED ![]() ![]() |
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
|
||
|
আসসালামু আলাইকুম ।
সবাই মিলে কেমন আছেন । আশা করছি সবাই মিলেমিশে ভালো আছেন । আজ আমি আপনাদের সাথে যে পোস্টি শেয়ার করব , চলুন তাহলে দেরি না করে পোস্টের বিস্তারিত জেনে আসি । কিন্তু বিস্তারিত জানার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার পোস্টে অবশ্যই like করবেন ।
প্রথমে আপনার যেকোনো ব্রাউজার দিয়ে ফেসবুকে ঢুকেন । আমি এখানে ওপেরা মিনি দিয়ে ঢুকছি । ফেসবুকে ওপেন করার পর Settings এ ক্লিক করেন । তারপর নিচে দেখেন Security And Privecy লেখায় ক্লিক করেন । নিচের দিকে যান তারপর Use Two Factor Authention লেখায় ক্লিক করুন ।
তারপর Get Started লেখা আসবে । সেটাতে ক্লিক করুন । এখন আপনি আপনার ভেরিফিকেশন কোড নেওয়ার জন্যে Text Message লেখায় ক্লিক করুন । এখন আপনার থেকে নাম্বার চাইবে । আপনি সেই নাম্বারটি দিবেন যেটা তে আপনি আপনার ভেরিফিকেশন কোড নিবেন । নাম্বার দেওয়ার পর আপনার দেওয়া নাম্বারে একটা কোড যাবে সেইটা দিয়ে Confirm করুন ।
এখন আপনার একাঈন্টে ঢুকতে গেলে একটা কোড লাগবে। আপনি আপনার একাউন্টে ঢুকতে গেলে আপনার থেকে একটা ভেরিফিকেশন কোড চাইবে । তখন আপনি আপনার দেওয়া নাম্বারে একটা মেসেজ আসবে । সেখানে একটা কোড চাইবে সেটা দিন । তাহলে আপনার একাউন্টে লগ ইন হবে ।
আশা করছি আপনারা সবাই মিলে বুঝতে পেরেছেন । না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন । আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব । আর আপনারা যাঁরা এখনও আমার পোস্টে like করেন নি তারা এক্ষুনি পোস্টের শেষে like এ ক্লিক করুন । আর নতুন টিপস এর জন্য tipsrain এর সাথেই থাকুন । ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।
ধন্যবাদ সবাইকে
Related Posts

Posted By: NR Naim - 2 months ago - No Comments

Posted By: asraf - 5 months ago - 1 Comment

Posted By: MD. MEHEDI HASAN - 10 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 11 months ago - 2 Comments

Posted By: SAJID AHMED - 11 months ago - 1 Comment