About 6 months ago | 97 Views |
abdus salam ![]() ![]() ![]() |
Nobody bileaves a liar(মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।)
|
||
|
আসসালামু আলাইকুম।আশা করি আপনারা ভালো আছেন।
নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি বিষয় আলোচনা করব।
৭ শ্রেণির মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন যখন,তার আরশের ছায়া ব্যতিত আর কোনো ছায়া থাকবে না।
এবার জেনে নেওয়া যাক কারা এই ৭ শ্রেণির মানূষ,যারা আরশের ছায়ায় আশ্রয় পাবেন।

১.ন্যায়পরায়ন নেতা।
২.ঐ যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে।
৩.এমন ব্যক্তি যার অন্তঃকরণ মসজিদের সাথে ঝুলন্ত থাকে।
৪.যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করেছে।
৫.এমন দু-ব্যক্তি যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে এবং পরস্পর পৃথক হয়।
৬.যে ব্যক্তিকে কোনো সভ্রান্ত বংশের সুন্দর রমনী ব্যভিচারে লিপ্ত হওয়ার আহ্বান জানায় আর ঐ ব্যক্তি শুধু মাত্র আল্লাহর ভয়েই তা থেকে বিরত থাকে।
৭.যে ব্যক্তি এত গোপনে আল্লাহর রাস্তায় দান করল,যে তার ডান হাত কি দান করল বাম হাত তা জানে না।
আল্লাহ যেন উক্ত কাজগুলো আমাদের ভালোভাবে করার তৌফিক দান করেন।
আমিন।
Related Posts

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments