About 5 months ago | 66 Views |
Ahmed ![]() ![]() ![]() |
যারা যারা আমার পোস্ট গুলো দেখেছেন তারা অবশ্যই পোস্টের নিচে like এ ক্লিক করতে ভুলবেন না ।
|
||
|
বিসমিল্লাহির রহমাণির রাহীম
আসসালামু আলাইকুম।
আপনারা সবাই মিলে কেমন আছেন ।
আমি আশা করছি আপনারা সবাই
মিলেমিশে ভালো আছেন ।
ভালো তো থাকতেই হবে , কারণ
টিপসরেইন এর মধ্যে থাকাতে
সবাই ভালো আছেন ।
আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি ।
আপনারা সবাই তো নতুন নতুন
পোস্টের জন্য অপেক্ষা করে থাকেন
এজন্য আপনাদের ধন্যবাদ ।
আপনারা যদি টিপসরেইন এর মধ্যে
থাকেন ,
তাহলে অনেক কিছু জানতে পারবেন ।
পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করছি ।
আর আমার পোস্টে like করেন , তাহলে আমি খুশি হবো।
আজকের বিষয় : কি কি কারণে তাইয়াম্মুম করতে হবে ?
1 ) নিকটে পানির কাছে কিছু দ্বারা রোগ বৃবৃদ্ধি আশঙ্কা থাকলে । অথবা হিংস্র পশু পাখি জন্তু পানির নিকট থাকলে ।
2 )পানির কাছে গেলে যদি কর্তৃক প্রাণনাশের কিংবা বন্দি হওয়ার আশঙ্কা থাকলে অথবা এক মাইলের মধ্যে যদি পানি না পাওয়া যায় ।
3 ) অল্প পানি থাকা হেতু তা দ্বারা ওযূ গোসল করলে পিপাসায় জীবনহাণী ঘটার আশঙ্কা থাকে
4 ) কূপ থেকে পানি তুলার ব্যবস্থা না থাকায় ।
5 ) মুসাফির অবস্থায় পানির সন্ধান না পাওয়া গেলে ।
তাইয়াম্মুম ফরয তিনটি । যথা :-
1 ) প্রথমত নিয়্যত করা
2 ) মুখমণ্ডল মাছেহ করা
3 ) উভয় হাত কুনই পর্যন্ত মাছেহ করা ।
আমি আশা করছি আপনাদের কাছে আমার
পোস্টটি পড়ে শেষ করে ভালো লাগলো ।
ভুল হলে মাফ করবেন ।
নতুন নতুন টিপস এর জন্য tipsrain এর সাথে থাকুন ।
ধন্যবাদ সবাইকে ।
Related Posts

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments

Posted By: Juel - 4 months ago - No Comments