About 7 months ago | 133 Views |
abdus salam ![]() ![]() ![]() |
Nobody bileaves a liar(মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।)
|
||
|
আসসালামু আলাইকুম।আশাকরি আপনারা ভালো আছেন।
আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছেন।
অপেরামিনি 4.21/4.20 অথবা বঙ্গবন্ধ এই তিনটি ব্রাউজার দিয়ে আপনি যে কোনো জাভা ফোন দিয়ে স্কিনশর্ট নিতে পারবেন।
প্রথমে ব্রাউজারে প্রবেশ করুন Menu তে ক্লিক করুন তারপর tools ক্লিক করুন
তারপর setings ক্লিক করুন
তারপর general ক্লিক করুন
তারপর নিচে আসতে থাকুন যেখানে path for saving screenshots লেখা আছে।সেখানে তিনটি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করুন।প্রথমবার error দেখাতে পারে।আবার ক্লিক করুন এবং ফোল্ডার নির্বাচন করুন এবং সেভ করুন।
তারপর আবার menu,tools,settings এর পর navigation ক্লিক করুন
তারপর নিচে আসতে থাকুন এবং edit এ ক্লিক করুন
তারপর নিচে আসুন 44.screenshoot/emptyদেখতে পাবেন সেখানে ক্লিক করে 0 চাপুন।তারপর সেভ করুন।
এখন 0 চাপলে স্কীনশর্ট হয়ে যাবে।
দয়াকরে নিচের লিংকে ক্লিক করে আমার সাইড থেকে ঘুরে আসবেন
taskbd
Related Posts

Posted By: abdus salam - 8 months ago - No Comments