Notice

আমাদের সাইটটি নতুন ভাবে আপডেট করা হয়েছে। এখানে যারা আগের ইউজার ছিলেন দয়া করে নতুন করে রেজিস্ট্রেশন করে আমাদের সাথেই থাকবেন। আর যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন । ধন্যবাদ

Search

Home » LifeStyle » সহজেই আপনার গলার টনসিল দূরভীত করেন মাত্র কয়েকটা কাজ করে।

About 2 months ago 94 Views

editor

টিপসরেইনের পক্ষ থেকে সকল
ভিজিটর জানাই শুভেচ্ছা
_________________________________
আশাকরি সকলেই ভালো আছেন,
আমিও আপনাদের দদোয়াই ভালো
আছি,তাই আপনাদের জজন্য নিয়ে
এলাম চমৎকার একটা টিউন, চলুন
তাহলে,,,,,,
___________________________________
টনসিলাইটিস বা টনসিলে প্রদাহ
আমাদের অনেকেরই একটি কমন
সমস্যা। এই একটু অনিয়ম করে খাচ্ছেন
বা ঠাণ্ডা-গরম লাগাচ্ছেন, আর
অমনি গলা ফুলে ব্যথায় টনসিল শুরু
হয়ে যাচ্ছে। সাধারণত
স্ট্রেপট্রোকক্কাস নামক
ব্যাকটেরিয়ার সংক্রমণে
টনসিলাইটিস হয়। আরও কিছু
ব্যাকটেরিয়ার সংক্রমণেও হতে
পারে এটি। এর ফলে টনসিলের
লালভাব, গলাব্যথা, গলার মধ্যে
আলসার, কানে ব্যথা, ঘাড়ে
ফোলাভাব, জ্বর ইত্যাদি সমস্যা
দেখা যায়। এ থেকে নিরাময়ের
অনেকগুলো উপায় আপনার হাতেই
রয়েছে।

এক কাপ গরম দুধে এক চিমটি হলুদ
মিশিয়ে নিন। গরুর দুধ টনসিলের ব্যথা
উপশমে কাজে লাগে। কারণ দুধে
অ্যান্টিবায়োটিক উপাদান আছে।
গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম
করে খেলেও উপকার মেলে। হলুদ
অ্যান্টি ইনফ্লামেন্টরী,
অ্যান্টিবায়োটিক এবং
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান
বলে গলাব্যথা কমিয়ে টনসিলের
সংক্রমণ দূর করে।
আদা চা
টনসিল দূর করতে দেড় কাপ পানিতে
এক চামচ আদা কুচি আর চা ১০ মিনিট
ফুটান। দিনে অন্তত ২-৩ বার এটি পান
করুন। আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল,
অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান
যেকোনো সংক্রমণ ছড়াতে বাধা
দেয়। তাই গলার ব্যথা কমায়।

লেবুর রস

২০০ মিলিগ্রাম উষ্ণ গরম পানিতে এক
চামচ লেবুর রস, এক চামচ মধু, আধা চামচ
লবণ ভালো করে মিশিয়ে নিন।
গলাব্যথা ভালো না হওয়া পর্যন্ত
এটি খেতে থাকুন। টনসিলের সম্যসা
দূর করার জন্য এটি খুবই কার্যকরী।

নিম

নিম তো সব ধরনের রোগের জন্য দারুণ
জাদুকরী পথ্য। এজন্য প্রথমে কয়েক
চিমটি নিম পাউডার পানিতে
গুলিয়ে ফুটিয়ে নিন। এতে খানিকটা
লবণও মেশাতে পারেন। ঠাণ্ডা হলে
সেই পানি খান, এবং নিয়মিত এটা
খেলে টনসিল থেকে আপনি নিরাময়
পাবেন।

দারুচিন

ব্যাকটেরিয়ার সংক্রমণ কমিয়ে
টনসিল সারাতে চাইলে অবশ্যই
খাবেন দারুচিনি। এজন্য এক গ্লাস গরম
পানিতে দারুচিনি গুড়ো ও এক চা
চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণ দিনে
কয়েকবার খান। টনসিল সেরে যাবে।

তুলসী

ঠাণ্ডাজনিত সমস্যা কমাতে তুলসীর
কোনো বিকল্প হয় না। কারণ এতেও
রয়েছে অ্যান্টি ভাইরাল ও
অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান।
এগুলো টনসিল সারাতে বিশেষ
ভূমিকা রাখে। এজন্য কয়েকটি তুলসী
পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে
খেয়ে নিন। চাইলে এতে কিছুটা মধুও
মিশিয়ে নিতে পারেন।

_____________________________________________

আশাকরি বুঝতে পেরেছেন, কোন সমস্যা হলে কমেন্ট জানাবেন। সবসময় টিপসরেইনের সাথেই থাকুন।
★★★Thanks★★★

2 responses to “সহজেই আপনার গলার টনসিল দূরভীত করেন মাত্র কয়েকটা কাজ করে।”

  1. FerojVerified User
    (administrator)

    Nice Post…..

Leave a Reply

Related Posts