সৌদি আরব যেইন সিমের আনলিমিটেড সোশ্যাল মিডিয়া অনেক প্যাকেজ আছে। আজকে মুলত আমরা এই প্যাকেজ গুলো কিভাবে একটিভ করতে হয় এটা জানব।
যেইন এর আনলিমিটেড সোশ্যাল প্যাকেজ মুলত তিন টাইপের যেমনঃ ১ দিন ৭ দিন ২৮ দিন এর জন্য।
- ১ দিনের জন্য ৫ রিয়াল।
- ৭ দিনের জন্য ২০ রিয়াল।
- ২৮ দিনের জন্য ৬০ রিয়াল।
এই প্যাকেজ গুলো দিয়ে আপনি মুলত Facebook WhatsApp X (Twitter) Snapchat এবং Tiktok ব্যবহার করতে পারবেন।
একদিনের প্যাকেজ কিনতে হলে মেসেজ অপশনে গিয়ে 310 লিখে 959 নাম্বারে মেসেজ পাটিয়ে দিন। পরবর্তী একটি মেসেজ আপনাকে কনফার্মেশন জানানো হবে।
এবং ৭ দিনের প্যাকেজ কিনার জন্য মেসেজ অপশনে গিয়ে 311 লিখে 959 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। তারপর পরবর্তী একটা মেসেস এর মাধ্যমে কনফার্মেশন জানানো হবে।
এছাড়া ও ২৮ দিনের প্যাকেজ কিনার জন্য আপনাকে 312 লিখে 959 নাম্বারে মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পর আপাকে একটি মেসেজ এর মাধ্যমে কনফার্মেশন জানানো হবে।
এই প্যাকেজ গুলো কিনার জন্য অবশ্যই আপনার একাউন্ট ব্যলেন্স থাকতে উপরোক্ত ব্যলেন্স টেক্স এবং ভ্যাট ছাড়া দেওয়া হয়েছে।
এই ছিলো আজকের পোস্ট আশা করি পোস্ট টি ভালো লেগেছে। এরকম আরো প্রয়োজনীয় টিপস এবং ট্রিকস পেতে আমাদের সাথেই তাকুন।