About 4 months ago | 134 Views |
Juel ![]() ![]() ![]() |
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
|
||
|
ডাটা এন্ট্রি
বিভিন্ন ফ্রিল্যান্স
ওয়েবসাইটে আপনি
ডাটা এন্ট্রির কাজ
পাবেন। এই কাজ করার
জন্য আপনার খুব বেশি
কিছু করতে হবে না। এক
জায়গা থেকে আরেক
জায়গায় ডাটা কপি-
পেস্ট অথবা টাইপ
করতে হবে।
এই কাজটি করার জন্য
আপনার বেশি কিছু
করতে হবে না।
টাইপিং স্পিড
ভালো আর
ইংরেজিতে দক্ষ হলেই
আপনি কাজটি করতে
পারবেন।
পাশাপাশি, কাজটি
করে আপনি দৈনিক ১০
ডলার থেকে শুরু করে
১০০০ ডলার পর্যন্ত
উপার্জন করতে
পারবেন।
অডিও শুনে
লিখে
অডিও শুনে শুনে ওয়ার্ড
ফাইলে লিখে আপনি
অর্থ উপার্জন করতে
পারেন। কিন্তু, এই
কাজটি করার জন্য
আপনার শোনার ক্ষমতা
ভালো হতে হবে।
কেননা, কোন
ক্ষেত্রে এমন যদি হয়,
আপনি একটি অডিও
ঠিকভাবে না শুনে ভুল
তথ্য লিখে ফেললেন।।
তখন, আপনার পুরো
কাজটিই নষ্ট হয়ে
যাবে।
তাই, এই কাজ করার জন্য
আপনার ইংরেজি
বোঝার ক্ষমতা প্রখর
হতে হবে। কেননা,
একটি ভুলের কারণে
হারিয়ে যেতে
পারে আপনার সকল
পরিশ্রমের ফসল।
কেন করবেন?
জীবনের চলার পথে
অর্থের প্রয়োজন সবারই
হয়। একটা নির্দিষ্ট
চাকরি থেকে হয়তো
প্রতিমাসেই উপার্জন
হয়। কিন্তু, সেই
উপার্জনের মাধ্যমও
হারিয়ে যেতে
পারে যেকোনো
মুহুর্তে। পাশাপাশি,
অনেক সময় এমনও হয় যে,
খুব দ্রুত টাকা দরকার।
কিন্তু, যেখান থেকে
টাকা পাবেন, তা
আসতে দেরি হবে।
এসবের জন্যই
পাশাপাশি কিছু
উপার্জনের মাধ্যম
রাখা দরকার। সে
হিসেবে এই ধরণের
কাজগুলো খুবই
উপযোগী। তাই,
এধরণের কাজগুলো
করতে পারেন।
কী কী লাগবে
এই কাজগুলো
করতে?
এই কাজগুলো করতে
আপনার খুব বেশি কিছুর
প্রয়োজন হবে না।
এমনকি প্রয়োজন হবে
না অভিজ্ঞতার। তবে,
কয়েকটি জিনিসের
প্রয়োজন হবে।
কম্পিউটার
দ্রুত গতির
ইন্টারনেট সংযোগ
ইংরেজিতে দক্ষতা
ভালো টাইপিং
স্পীড কী কী অসুবিধের
সম্মুখীন হবে?অন্যান্য কাজের তুলনায়
এধরণের কাজগুলো
অনেক সহজ। কিন্তু, এরও
কিছু সমস্যা আছে। তবে,
আগে থেকে সতর্ক
থাকলে, খুব সহজে
এদের এড়ানো যায়।
ছোট ছোট কাজের
অসুবিধেসমূহ-
এ ধরণের কাজে
অনেক প্রতিযোগিতা
থাকে। তাই, প্রথমে
কাজ পাওয়া অনেক
কঠিন।
এ কাজে মেধা বা
দক্ষতা প্রমানের তেমন
সুযোগ নেই। তাই,
একটা সময় পর
একঘেয়েমি চলে আসে।
এ কাজ অল্প সময়ে
সম্পন্ন করতে হয়। করে,
ফাইল আপলোড করতে
হয়। কিন্তু,
ইন্টারনেটের স্পিড কম
থাকলে, তা আর সম্ভব হয়
না।
অনেক ধরণের কাজ
একা শেষ করা সম্ভব হয়
না। এজন্য, প্রয়োজন
পড়ে অনেক মানুষের।
সবসময় মনোযোগ
ধরে রাখতে হয়।
মনোযোগ একবার ছুটে
গেলে কাজে ভুল হতে
পারে।
ছোট ছোট কাজ করে
আয় করার উপায়গুলো
একটি মানুষের জন্য
অনেক উপকারী। কিন্তু,
এটিকে পেশা
হিসেবে বেছে
নিলে অনেক ঝুঁকির
সম্মুখীন হতে পারেন।
তাই, যেকোনো
কাজের পাশাপাশি
কিংবা কাজের
অভাবে আপনি এই
কাজগুলো করতে
পারেন। পাশাপশি,
যুক্ত।করতে পারেন
আপনার উপার্জনের
বাড়তি একটি উৎস।
সবশে
আপনি যদি অনলাইনে
মাইক্রো জবস তথা
ছোট ছোট কাজ করে
আয় করতে চান সে
ক্ষেত্রে একটি ল্যাপটপ
অথবা ভালো মানের
একটি স্মার্টফোন,
ইন্টারনেট কানেকশন
দিয়ে আপনি যে
কাজটি উপযুক্ত মনে
করেন
3 responses to “ছোট ছোট কাজ করে অনলাইনে ইমকাম করুন”
Leave a Reply
You must be logged in to post a comment.
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - 1 Comment

Posted By: abdus salam - 2 months ago - No Comments

Posted By: Nirup - 2 months ago - No Comments

Posted By: Sohi.11 - 2 months ago - No Comments
This is copy post.
waiting for review
Post nice but copy post what?