About 6 months ago 119 Views

Verified User
Subscriber
Juel
's Bio
পোষ্ট ভালো লাগলে লাইক দিতে পারেন । পোষ্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Home » Online Earning » ইউটিউব থেকে আয় করুন

ইউটিউব থেকে আয়
করার জন্য প্রথমেই
আপনাকে একটি ইউটিউব
চ্যানেল খুলতে হবে।
তবে, এই অ্যাকাউন্ট
কহ্লার জন্য আপনার
জিমেইল একাউন্ট
থাকতে হবে। যদি
আপনার জিমেইল
একাউন্ট না থাকে,
তবে প্রথমে আপনাকে
জিমেইল একাউন্ট খুলতে
হবে। তারপর, সেই
অ্যাকাউন্ট ব্যবহার
করে সম্পূর্ণ
বিনামূল্যেই নিজের
ইউটিউব চ্যানেল
খোলা যাবে।
তবে, ইউটিউব চ্যানেল
খুললেই হবে না।
আপনাকে সেই
চ্যানেলে ভিডিও
আপলোড করতে হবে।
একবার ভিডিও আপলোড
হলেই সবাই আপনার
ভিডিও দেখতে
পাবে। তবে, লোকে
আপনার ভিডিও
দেখলেই সেখান
থেকে আয় শুরু হবে না।
ইউটিউব থেকে আয়
করতে হলে, ইউটিউব
পার্টনার
প্রোগ্রামে আপনার
চ্যানেলকে নথিভুক্ত
করতে হবে। আর, আপনার
চ্যানেল ইউটিউব
পার্টনার
প্রোগ্রামে নথিভুক্ত
হয়ে গেলে ইউটিউব
বিভিন্ন
বিজ্ঞাপনদাতাদের
ভিডিও আপনার
চ্যানেলে দিবে।
এবং, এর বিনিময়ে
আপনি ইউটিউব থেকে
আয় করতে পারবেন।
ইউটিউব থেকে
আয় করার জন্য
কীভাবে
ইউটিউব
পার্টনারশিপ
প্রোগ্রামে
অংশগ্রহণ
করবেন?
ইউটিউব পার্টনাশিপ
প্রোগ্রামে অংশগ্রহণ
করার জন্য আপনাকে
কয়েকটি প্রাথমিক শর্ত
পূরণ করতে হবে। এবং,
শুধুমাত্র সেই শর্তগুলি
পূরণ হলেই আপনি এই
প্রোগ্রামে অংশগ্রহণ
করার জন্য আবেদন করতে
পারবেন। ইউটিউব
পার্টনারশিপ
প্রোগ্রামে অংশগ্রহণ
করার শর্তগুলি হল-
অন্ততপক্ষে ১০০০
জন
সাবস্ক্রাইবার
থাকতে হবে
আপনার
চ্যানেলে।
শেষ ১২ মাসে
৪,০০০ ভ্যালিড
পাবলিক ওয়াচ
আওয়ার থাকতে
হবে আপনার
চ্যানেলে ।
একটি গুগল্
অ্যাডসেন্স
অ্যাকাউন্ট
সংযুক্ত থাকতে
হবে আপনার
ইউটিউব
চ্যানেলে।
এই তিনটি শর্তগুলি পূরণ
হযলে আপনি ইউটিউব
পার্টনারশিপ
প্রোগ্রামে অংশগ্রহণ
করার জন্য আবেদন করতে
পারবেন।আবেদন করবার
প্রক্রিয়া জানতে
ভিজিট করুণ
এখানে।
ইউটিউব থেকে
কত আয় করা যায়
ইউটিউব থেকে আপনি
কত টাকা আয় করবেন
তা নির্ভর করে
বিভিন্ন বিষয়ের উপর।
যেমন- ভিডিওর বিষয়,
দর্শকের ধরন, দর্শকের
ভৌগলিক অবস্থান,
দর্শকদের বয়স, ক্লিক থ্রু-
এর সংখ্যা ইত্যাদি।
ইউটিউব সাধারণত
টাকা দিয়ে থাকে
সিপিএম অথবা কস্ট
পার মাইলস/
থাউস্যান্ডের হার
এবং সিপিসি বা কস্ট
পার ক্লিক-এর
ভিত্তিতে। এই
সিপিএম রেটও সময়ের
সঙ্গে সঙ্গে ওঠানামা
করে।
তবে, আপনার
চ্যানেলের
সাবস্ক্রাইবার
সংখ্যা একবার ১০ লক্ষ
ছুঁইয়ে ফেললে আপনি
ইউটিউব থেকে পর্যাপ্ত
পরিমাণ টাকা আয়
করতে পারবেন।
ইউটিউব থেকে
আয় করা টাকা
পাবেন
কীভাবে
ইউটিউব থেকে আয় করা
টাকা আপনি পেয়ে
যাবেন
গুগল্
অ্যাডসেন্স-এর
মাধ্যমে
। ইউটিউব
প্রতি মাসের ১০
থেকে ১৪ তারিখের
মধ্যে আপনার
অ্যাডসেন্স
অ্যাকাউন্টে টাকা
পাঠিয়ে দিবে।যদি,
আপনার অ্যাডসেন্স
অ্যাকাউন্টে ১০ ডলার
জমা হয়; তবে, গুগল
একটি কোড ডাক
মারফৎ আপনার
ঠিকানায় পাঠাবে।
সেই কোডটি আপনার
অ্যাকাউন্ট থেকে
ভেরিফাই করতে হবে।
এরপর, আপনার
অ্যাকাউন্টে ১০০ ডলার
জমা হলে আপনার আয়
করা টাকা গুগল আপনার
ব্যাঙ্ক অ্যাকাউন্টে
পাঠিয়ে দিবে।
ইউটিউব থেকে
আয় করার জন্য
কিছু টিপস্
একথা পরিষ্কার
ইউটিউব ব্যবসায়
সাফল্যের মূলমন্ত্র দর্শক
সংখ্যা বৃদ্ধি
। এমনকি
ইউটিউব থেকে আয় শুরু
করার জন্যও আপনার ১০০০
জন নিয়মিত দর্শক
প্রয়োজন। এছাড়াও
দর্শকের প্রোফাইলের
ওপরও নির্ভর করে আয়।
একজন সফল ইউটিউবার
হতে হলে কয়েকটি
জিনিস মাথায় রাখা
প্রয়োজন।
ইউটিউব থেকে আয়
করার জন্য শুরুতে
ধৈর্য রাখুন ও
কঠোর পরিশ্রম
করুন
একটি ইউটিউব
চ্যানেলের শুরুতে
পরিশ্রমটা অনেক
বেশি। কেননা,
প্রাথমিক ১,০০০ এমন
১০,০০০ হাজার
সাবস্ক্রাইবার
সংখ্যায় পৌঁছুঁতে
অনেক সময় লাগে। এসময়
প্রচুর পরিশ্রম করতে হয়।
পাশাপাশি, অনেক
সময়ও দিতে হয়।
অনেকটা অন্যান্য ছোট
ব্যবসার মতো। ইউটিউব
থেকে আয় করার পথের
প্রথমের দিনগুলো খুব
একটা মসৃণ হয় না।
দিনের পর দিন,
কোনওরকম লাভ ছাড়াই
আপনাকে একের পর এক
ভিডিও বানিয়ে
যেতে হবে। এক্ষেত্রে
ব্যতিক্রমও হতে পারে,
যদি আপনার কোনও
ভিডিও হঠাতই
ভাইরাল হয়ে যায়।
ইউটিউব থেকে আয়
করার জন্য
পেশাদার
মানের ভিডিও
বানান
ইউটিউব থেকে আয়
করার জন্য আপনার
ভিডিও ভাল
পেশাদার মানের
হতে হবে। কেননা,
আপনার ভিডিও যতই তথ্য
সমৃদ্ধ হোক না কেন;
আপনার ভিডিওর
উপাস্থাপনা ভাল না
হলে দর্শক ভিডিওটি
পুরো দেখবেন না।
ফলে, তারা আপনার
চ্যানেলে ফিরে
আসার জন্য সাবস্ক্রাইবও
করবে না।
বর্তমানে প্রায় সকল
স্মার্টফোনেই অত্যন্ত
ভাল মানের
ক্যামেরা থাকে।
আপনি সেই ক্যামেরা
ব্যবহার করেও ভালো
মানের ভিডিও
বানাতে পারেন।
তবে, এক্ষেত্রে
ভিডিও সম্পাদনা ও
শব্দ বিন্যাসের দিকে
বিশেষভাবে নজর
দিন। পাশাপাশি,
মাথায় রাখবেন,
অনেক সময় খুব ভাল
মানের ভিডিও
খারাপ এডিটিং-এর
জন্য নষ্ট হয়ে যায়।
তাই, ভিডিও
উপস্থাপনার
ফরম্যাটের প্রতি
আপনাকে অনেক বেশি
যত্নবান হতে হবে।
উদাহারণস্বরুপ, অনেক
সময়ে ভিডিওতে কথা
বলার থেকে
ক্যাপশনের ব্যবহার
করলে, ভিডিওটি
অনেক বেশি কার্যকরী
হয়ে উঠে।ভিডিও বানানোর
জন্য প্রথমে আপনাকে
নিশ্চিত করতে হবে,
আপনি কোন ভাষায়
ভিডিও তৈরি করবেন।
আপনি যদি বাংলা ও
ইংরেজি দুটো
ভাষাতেই দক্ষ হন;
তাহলে, প্রথমে
আপনাকে সিদ্ধান্ত
নিতে হবে আপনার
ভিডিও হবে কোন
ভাষায়। এক্ষেত্রে,
আপনাকে মাথায়
রাখতে হবে, আপনার
ভিডিওটির দর্শক
কারা।
আপনি যদি ইংরেজি
ভাষায় ভিডিও করেন;
তবে, আপনার বিশ্বের
বিভিন্ন দেশের
দর্শকের কাছে
পৌঁছনোর সুযোগ
রয়েছে। এক্ষেত্রে,
আপনারই লাভ। কেননা,
ভারতের বাইরের
বিভিন্ন দেশের
ট্রাফিকের ক্ষেত্রে
ইউটিউব থেকে আয়
করার পরিমাণটা
বেশি। তবে,
ইংরেজি ভাষায়
প্রতিযোগিতাও
অনেক বেশি।
অন্যদিকে, বাংলাতে
প্রতিযোগিতা কম।
আবার আয়ের পরিমানও
ইংরেজি থেকে কম।
তাই, আপনাকে প্রথমে
সিদ্ধান্ত নিতে হবে,
আপনি কাদের জন্য
ভিডিও বানাবেন।
এবং, সে হিসেবে
ভিডিওর ভাষা
নিশ্চিত করবেন।
সর্বশেষে
সারাবিশ্বে
ইউটিউবে প্রতি
মিনিটে ৩০০ ঘন্টারও
বেশি ভিডিও আপলোড
হয়। আবার,
সারাবিশ্বে
ইন্টারনেট সহজলভ্য হয়ে
উঠায় দর্শক সংখ্যাও
বাড়ছে প্রতিনিয়ত।
পাশাপাশি, বাড়ছে
কন্টেন্ট ক্রিয়েটরও।
তাই, এই তীব্র
প্রতিযোগিতার
বাজারে ইউটিউব
থেকে আয় করার জন্য
মেধা, সৃজনশীলতা ও
শ্রম তিনটিই প্রয়োজন।
আর, একবার প্রতিষ্ঠিত
ইউটিউবার হয়ে উঠতে
পারলে পেছনে ফিরে
তাকানোর প্রয়োজন
পড়ে না। তবে, সেই
অবস্থানে যাবার জন্য
প্রয়োজন কঠোর
পরিশ্রম। এছাড়া,
বাড়তি উপার্জনের
জন্যও ইউটিউব একটি
ভাল মাধ্যম। এজন্য,
সবসময় নতুন কিছু তৈরি
করতে হবে এমন কোন
কথা নেই। পুরনো
কিছুও নতুনভাবে
উপস্থাপন করতে পারলে
দর্শকের নজর কাড়ার
সম্ভব। আর, ইউটিউব
থেকে আয় করার মূল
কথাই হল দর্শকের নজরে
আসা।
তাই, আর দেরি
কেনো? আজই শুরু করে
দিন আপনার ইউটিউবের
পদযাত্রা।

Leave a Reply

Related Posts

অনলাইনে ইনকাম করতে চান দেখে নিন কিছু ইনকাম ওয়েবসাইট।

Posted By: - 3 months ago - 2 Comments

প্রিয় ট্রিকবিডির বন্ধুগণ, প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ Tipsrain.com এর সাথে থাকলে সবাই ভালো...
Survey kore ay korun daily 1 dollar payment rocket

Posted By: - 4 months ago - No Comments

[start] niser link k click kore register korun & income suru koren register here adversing site [end]
noimage
মার্কেটিং করে টাকা আয় করুন যেকোন ফোন দিয়ে

Posted By: - 4 months ago - No Comments

ডিজিটাল মার্কেটিং করে টাকা আয় করুন যেকোন ফোন দিয়ে । আজ আমি আপনাদেরকে এমন একটি সাইট সম্পর্কে জানাবো যে সাইট...
মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে চান?

Posted By: - 5 months ago - No Comments

আসা করি সবাই ভাল আছেন।tipsrain এ থাকলে সবাই ভালোই থাকেন। তো শুরু করা যাক,, নতুন অনলাইন ইনকাম অ্যাপ। প্রথমে আপ্নারা...
জাভা ফোন দিয়ে https://anylancer.Com এ আয় করুন আনলিমিটেড [জাভা + এন্ড্রয়েট দুটো দিয়েই কাজ করা যাবে]

Posted By: - 5 months ago - 1 Comment

[color=red] [start] [/color] [br] [h1]মুল পোষ্টঃ[/h1] [color=green] তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো পোস্টের টাইটেল দেখে তা এতক্ষণে সবার...