About 1 year ago | 174 Views |
NAJIR ![]() ![]() ![]() |
আমার সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ। প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। পোস্ট করতে আগ্রহী হলে পোস্ট করবেন।
|
||
|
কেমন আছেন টিপ্সরেইন এর ইউজাররা আশা করি ভালা আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল এডসেন্স পিন ভেরিফাই বা এড্রেস ভেরিফাই করবেন।
আর টিপ্সরেইন এর সাথে থাকবেন। টিপ্সরেইন পিন ভেরিফাই করতে সক্ষম হয়েছে। তাই সবাইকে ১০০% পেমেন্ট করবে।
যাই হোক কাজের কথায় আসি।
গুগল পিন ভেরিফাই করতে হলে আপনার একাউন্ট এ ১০$ থাকতে হবে। ১০$ হয়ে গেলে এডসেন্স অটোমেটিক আপনার ঠিকানায় একটি চিঠি পাটিয়ে দিবে। তাই ১০ ডলার হওয়ার আগে আপনার এড্রেস এডিট করে ঠিক করে নিন।
এবং অবশ্যই আইডি কার্ড এর সাথে মিলিয়ে ঠিকানা দিতে হবে।
যখন adsense পিন পাঠাবে থখন নিচের মত লেখা আসবে।
এরকম দেখানোর পর ৩ থেকে ৪ সাপ্তাহের ভিতরে তারা একটা চিঠি পাঠিয়ে দিবে আপনার পোস্ট অফিসে। উপরেরর নোটিফিকেশন পাওয়ার পরই আপনি আপনার পোস্ট অফিসে যোগাযোগ করুন এবং অদেরকে বলে রাখুন যে আমার একটা চিঠি আসবে adsense থেকে। আসলে যেন তারা আপনাকে যানায়। চিঠইটা দেখতে ঠিক নিচের মত হবে।
যখন চিঠি হাতে পাবেন তখন এটা তিন দিক থেকে ছিরে দিতে হবে ছিরে দেওয়ার পর ঠিক নিচের মত ৬ সংখ্যার একটা পিন ভিতরে পাবেন। এটা আপনার অই নোটিফিকেশন এর বক্সে বসিয়ে Submit করে দিন বেস কাজ শেষ।
নিচের মত নোটিফিকেশন বক্সে বসান।
তাহলে আশাকরি বুজতে পারছেন। কোনকিছু না বুজে থাকলে কমেন্ট করে জানাবেন আর পোস্টি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন।
টিপ্সরেইন সাথেই থাকবেন। ধন্যবাদ
Related Posts

Posted By: Redowan - 3 weeks ago - 1 Comment

Posted By: abdus salam - 2 months ago - No Comments

Posted By: Nirup - 2 months ago - No Comments

Posted By: Sohi.11 - 2 months ago - No Comments