PHP কি ? PHP -র কাজ কি ?

PHP কি?

PHP এর পুর্ণরুপ হলো HyperText Pre-Processor. সর্বপ্রথম PHP এর পুর্ণরুপ ছিল Personal Home Pages. PHP একটি Open Source Server Side Scripting Language যার দ্বারা আপনি ডায়নামিক ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন বানাতে পারবেন।

পিএইভপি (PHP) একটি প্রোগ্রামিং ভাষা। এটি মুলত সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয়। PHP হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা যা মুলত চলমান ওয়েব পাতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। PHP কমান্ডলাইন ইন্টাফেস ক্ষ্মতাকে অন্তর্ভুক্ত করেছে এবং স্টান্ডআলোন গ্রাফিক্যাল এপ্লিকেশনকে ব্যবহার করতে পারে।

PHP -র কাজ কি?

PHP হচ্ছে একটি server side language যেটা মুলত ওয়েব ডেভলপমেন্ট এর জন্য ব্যবহিত হয়। এই প্রোগ্রামিং ভাষাটির উদ্দ্যেশ্য হলো ডায়নামিকালি ওয়েব পাএজ দ্রুত তৈরি করা। PHP এর মুল কাজ হল HyperYext Process করা। HyperText বলতে আসলে HTML XML CSS JS এই গুলোকে বোঝানো হয়।

PHP Server Based Programming Language হওায় এটি সার্ভারে ডিসিশন নেয় যে কোন পেজ কাকে দেখানো হবে। লগইন এর সময় যে ইউজার নেম ও পাসও্যার্ড ব্যবহার করা হয়, সেগুলোর ভেলিডেশন ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে ডাটা স্টোর ইত্যাদি কাজ করে থাকে এই পিএইচপি।

PHP -র সুবিধা কি?

  • PHP বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে পারে যেমনঃ (Windows, Linux, Unix, ইত্যাদি)
  • অন্যান্য ভাষার তুলনায় পিএইচপি ইঞ্জিন বেশি বুদ্দিমান। পিএইচপি তে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়না সে নিজেই নিজের ডেটা দেখে বুজতে পারে এটা কপ্ন ধরনের ডেটা। এছাড়া পিএইচপিতে টাইপ কাস্ট করা যায় ফলে অপ্রত্তাশিত ভুল হয়না।
  • PHP সব গুলো সার্ভারে কাজ করতে পারে ( IIS, Apache, Nginx ইত্যাদি)
  • PHP খুব দ্রুত নতুন নতুন ফিচার যোগ করছে। এছাড়া পিএইচপি ব্যবহারকারী বা কমিউনিটি অনেক বড়। যেকোন সমস্যা হলে খুব দ্রুত সমাধান পাওয়া যায়। যা অন্য ল্যাংগুয়েজে অনেক সময় নেয়।
  • PHP হচ্ছে ফ্রি। অফিসিয়াল ওয়েব সাইট www.php.net
  • অন্যান্য ল্যাংগুয়েজের তুলনায় পিএইচপি শেখা সহজ শুধু HTML এর মাধ্যমে কোড লিখে সার্ভারে রেখে ব্রাউজারে রান করলে আউটপোট দেখতে পাওয়া যায়।

এই ছিলো PHP নিয়ে বেসিক কিছু কথা পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন। এবং আরও নতুন কিছু জানতে আমাদের সাথে থাকবেন।

Leave a Reply