আসসালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ইউজার আশাকরি ভালই আছেন।
আজকে আপনাদের দেখাব কিভাবে যেইন সিমের ৬০ রিয়ালের আনলিমিটেড সোশ্যাল মিডিয়া পেকেজ কিনবেন ১ মাসের জন্য।
এই পেকেজ টি আপনি ২টি নিয়মে কিনতে পারবেন।
১। মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিয়ে কিনতে পারবেন।
২। USSD কোড ব্যবহার করে ও কিনতে পারবেন।
প্রথমে দেখে নিন মেসেজ দিয়ে কিভাবে পেকেজ টি কিনবেন।
এজন্য আপনার ফনের মেসেজ অপশনে গিয়ে 312 লিখে 959 নাম্বারে পাটিয়ে দিন।
উপরের ছবির মতো লিখে পাটাবেন।
যদি এই পেকেজ টি আপনার জন্য Available হয় তাহলে রিপ্লাই মেসেজ নিজের ছবির মত আসবে।
আর যদি আপনার সিমে এই অফার টি না থাকে তাহলে নিচের ছবির মত মেসেজ আসবে।
আশা করি বুজতে পারছেন। এখন দেখেন কিভাবে কোড টাইপ করে পেকেজ কিনবেন।
কোড দিয়ে এই পেকেজ টি কিনতে হলে আপনি আপনার ফনের ডায়ালার ওপেন করে টাইপ করুন। *959# এবং কল বাটনে প্রেস করুন। যেমন।
উপরের ছবি গুলো দেখে আপনি টাইপ করবেন। আর এ কেত্রে অবশ্যই আপনি টাকা আগে রিচার্জ করনেন না। আগে চেক করবেন যদি অফার থাকে আপনার সিমে থখন রিচার্জ করে কোড বা মেসেজ দিয়ে পেকেজ কিনবেন।
আশা করি বুজাতে পেরেছি এরকম আরাও পোস্ট পেতে এই পোস্ট শেয়ার করবেন। এবং আমার সাইটে ভিজিট করবেন। আপনার কোনও মন্তব্য থাকলে কমেন্ট করে যানাবেন।
আর এই পেকেজ দিয়ে ভিপিএন কিভাবে চালাতে হয় পরের পোস্ট এ দেখাব। ধন্যবাদ
Leave a Reply
You must be logged in to post a comment.