About 11 months ago | 258 Views |
NAJIR ![]() ![]() ![]() |
আমার সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ। প্রতিটা পোস্টে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। পোস্ট করতে আগ্রহী হলে পোস্ট করবেন।
|
||
|
আসসালামু আলাইকুম
কেমন আছেন টিপ্সরেইন এর ইউজারগন। আশাকরি ভালোই আছেন। আজকের বিষয় কি তা তো টাইটেল দেখেই বুজতে পারছেন। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।
What is website? বা ওয়েবসাইট কি?
ওয়েবসাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃস্টা, ছবি, অডিও, ভিডিও বা অন্যান্য তথ্যের সমস্টি। যা ইন্টারনেট বা ল্যানের সাহায্যে এক্সেস করা যায়।
ওয়েব পৃস্টা মুলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারির ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়।
সমস্ত উন্মুক্ত ওয়েব সাইট গুলিকে সমস্টিগত ভাবে www (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) বা “বিশ্বব্যাপী জাল” বলা হয়।
ওয়েবসাইট তৈরিতে ডোমেইন ও হোস্টিং কি এবং তার ব্যবহার কিভাবে হবে।
আমাদের অনেকের নিজে কিংবা প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট বানানোর প্রয়োজন পড়ে।
কিন্ত একটি ওয়েবসাইট বানাতে প্রধানত দুইটি জিনিসের দরকার হয়। একটি হল ডোমেইন আরেকটি হল হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং এর বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হয়। চলুন দেখা যাক ডোমেইন এ হোস্টিং কি।
ডোমেইন নাম কি?
মনে করুন আপনার অফিসে কেউ আসবে। যিনি আসবেন উনি অবশ্যই আপনার অফিসের নাম ও ঠিকানা যেনে তারপরই না হয় আসবেন। যদি নাম ঠিকানা না যানেন তাহলে কিভাবে আসবেন। ঠিক তেমনি ভাবে ওয়েবসাইট এর ক্ষেত্রে ও একটা নাম থাকতে হয়। আর এই নামই হল ডোমেইন নাম। আর এই ডোমেইন টাই একভাবে আপনাত ওয়েবসাইট কে আইডেনটিফাই করবে। বিশ্বের সবাই আপনার ওয়েব সাইট কে চিনবে বস এক্সেস করবে এ নাম ব্যবহার করে।
ডোমেইন নেম সিস্টেম (DNS) কি?
Related Posts

Posted By: Redowan - 2 weeks ago - No Comments

Posted By: Ismail123 - 3 months ago - 1 Comment

Posted By: Ibrahim - 3 months ago - 2 Comments

Posted By: Ismail123 - 3 months ago - No Comments

Posted By: Ibrahim - 3 months ago - No Comments