About 12 months ago | 270 Views |
SAJID AHMED ![]() ![]() |
পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
|
||
|
সবাইকে tipsrain এ স্বাগতম । আশা করছি সবাই মিলে ভালো আছেন । তা হলে চলুন দেরি না করে পোস্ট এর বিস্তারিত জেনে আসি
অনেক সময় আপনার মোবাইল থেকে প্রয়োজনীয় কোন ছবি ডিলিট হয়ে যেতে পারে অথবা কেউ ডিলিট করে দিতে পারে। আর যদি সেই ছবিটা হয় আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাহলে অনেক বিপদে পরতে হয়। তবে চিন্তিত না থেকে কিছু কার্যকরি পদক্ষেপ গ্রহণ করলেই এই মোবাইল থেকে হারানো কিংবা ডিলিট হওয়া ছবি গুলো আপনি ফিরে পেতে পারেন। আজ আপনাদের জন্য একটি সহজ এবং কার্যকর পদ্ধতি আলোচনা করবো, যার মাধ্যমে আপনার মুছে যাওয়া ছবিটি পুনরায় ফিরে পেতে সমর্থ হবেন।
প্রয়োজনীয় সফটওয়্যারঃ
প্রথমেই নিচের দেওয়া লিংকটি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ডাউনলোড করতে link anchorএখানে ক্লিক করুন
এবার নিচের ধাপগুলো অনুসরন করুন-
ধাপ-১: আপনি যদি দেখেন আপনার প্রয়োজনীয় কোন ছবি মুছে গেছে, তাহলে সেই মেমোরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না।
ধাপ-২: উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
ধাপ-৩: ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে। সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
ধাপ-৪: এই ধাপে আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।
ধাপ-৫: এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। সাধারণত এখানে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই কেবল দেখানো হয়। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে “Switch to advanced mode” বাটনে ক্লিক করে সেখান থেকে প্রয়োজনীয় ফরমেটগুলো সিলেক্ট করে দিতে পারেন।
ধাপ-৬: আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে “Recover” বাটনে ক্লিক করুন এবং আপনার সুবিধামত স্থানে ছবিটি সেভ করে নিন।
আশা করি সবাই ট্রিক্স টি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ করছি
ধন্যবাদ সবাইকে ।
Related Posts

Posted By: SAJID AHMED - 12 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - No Comments

Posted By: SAJID AHMED - 12 months ago - No Comments