About 5 months ago | 82 Views |
asraf ![]() ![]() |
This author may not interusted to share anything with others
|
||
|
প্রিয় ইউজার প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ TipsRain.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।
> আশা করি সকলেই ভালো
আছেন ।
আপনাদের জন্য আজ
informbd.com এর
ওয়ার্ডপ্রেস থিম টি
নিয়ে এসেছি । এই থিম
অনেকেই খুজে চলেছেন ।
তো যারা এখনো এটা পান
নি তাদের জন্যই এই
পোস্টটি করা । এই থিম
টার বেশি আয়তন হলেও
দেখতে নজরকারা একটি
উন্নত মানের ওয়ার্ডপ্রেস
থিম । আশা করি যাদের এই
থিম দরকার তারা খুব খুশি
হবেন থিম টা পেয়ে ।
যদি আমি আমার করা
পোস্টে বেশি ভিউ পাই
তাহলে পরের বার
ট্রিকবিডি.কম এর
অরিজিনাল থিম টা নিয়ে
আসবো । শুধু ট্রিকবিডি
কেনো ? আরও ভালো
ভালো সব থিম নিয়ে
হাজির হবো শুধু আমার
পোস্ট টি বেশি ভিউ হলে
।
>আসুন থিম টার কিছু ছোট
ছোট বৈশিষ্ট্য দেখে নিই
–
১. থিমটিকে অসাধারণ
ভাবে ডিজাইন করা
হয়েছে । নিজের চোখে
দেখলে অনেক্ষণ
তাকিয়ে থাকবেন ।
২. চ্যাট সিস্টেম রয়েছে ।
যার মাধ্যমে ফেসবুকের
মতো এই থিমেও অন্যদের
সাথে কথা বলতে পারবেন
। অন্যদের সাথে অর্থাৎ
সাইট টির অন্যান্য
ইউজারদের সাথে ।
৩. অসাধারণ পোস্ট দেখার
পেজ ।
৫. পোস্টে রিপোর্ট করা
যায় ।
৬. একদম আলাদা ফিচারড
, হট , রিসেন্ট পোস্ট
সিস্টেম ।
৭. অসাধারণ ক্যাটাগরি
সিস্টেম ।
৮. ৯. অ্যাডসেন্স সাপোর্ট
করে ।
আর কি বলবো ? আর বলতে
পারলাম না । আপনার
নিজেরাই থিম টা
আপনাদের সাইটে
লাগিয়ে দেখে নিয়েন
যে আর কি কি আছে ।
বিঃদ্রঃ- থিমটা জাভা
ফোন দিয়ে ইন্সটল দিলে
কাজ করবে না । তাই
এন্ড্রয়েড দিয়ে ইন্সটল
দিবেন । তাহলে আর
কোনো সমস্যা হবেনা আর
যেহেতু থিমটা একটু বড়
তাই লোড দেরি করে
নিবে । কিছু প্লাগিন
আছে যেগুলো সাইটকে
ফাস্ট করে তুলতে সাহায্য
করে । এটা নিয়ে পরে
পোস্ট করবো ।
থিমটার কিছু স্কিনশট

DOWNLOAD LINK – download Theme
Related Posts

Posted By: Ibrahim - 2 months ago - No Comments

Posted By: NAJIR - 6 months ago - 1 Comment

Posted By: NAJIR - 7 months ago - 8 Comments

Posted By: SAJID AHMED - 11 months ago - No Comments